বানিয়াচংয়ে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

40

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের হাফড়ার হাওরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আতুকুড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি নৌকা অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হয় ব্রাহ্মণবাড়িয়ার হরষপুর ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার রহমান ভূইয়ার নৌকা। ২য় স্থান অর্জন করে বানিয়াচং উপজেলার বড় উজিরপুর গ্রামের জহরলাল সরকারের নৌকা ও ৩য় স্থান অর্জন করে সুবিদপুর গ্রামের সরেন্দ্র সরকারের নৌকা। ১ম স্থান অর্জনকারীকে একটি ঘোড়া, ২য় স্থান অর্জনকারী ২২ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন ও ৩য় স্থান অর্জনকারী নৌকার মালিককে ১৭ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন উপহার দেয়া হয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রায় ২০ হাজার দর্শকদের সমাগম ঘটে। নৌকা বাইচ প্রতিযোগীতা শেষে আয়োজক কমিটির সভাপতি সুমন মিয়া আখনজীর সভাপতিত্বে এবং আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কলাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মহিবুল হোসেন উজ্জলের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ (বিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজিম উদ্দিন, সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. শরীফ উল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান মো. সজীব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী প্রমুখ।