উদ্ধার হওয়া শিশু স্বজনের কাছে হস্তান্তর, আটক ৩ জন কারাগারে

24

স্টাফ রিপোর্টার :
ওসমানী হাসপাতালে চুরি হওয়া শিশু মাইশা আক্তার (১১ মাস) কে তার পিতা-মাতার কাছে হস্তান্তর করেছে। সোমবার রাত ১ টার দিকে কোতোয়ালী থানা পুলিশ শিশুটিকে তার স্বজনের কাছে হস্তান্তর করে।
এদিকে আটক হওয়া নগরীর লালাদীঘিরপারের শামীম মিয়ার স্ত্রী শিউলী বেগম (২২) ও তার ভাবী শাহপরান থানার খাদিমপাড়া এলাকার পরগনা গ্রামের বাদশা মিয়ার স্ত্রী বর্তমানে নগরীর শিবগঞ্জ হাতিমবাগ দুপাই মিয়ার বাসার বাসিন্দা ফারজানা আক্তার সাথী (২২) সাকি বেগম (২৫) এবং তার স্বামী বাদশা মিয়াকে (২৫) গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করার বিষয়টি জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই বাবুল মিয়া।
উল্লেখ্য, শিউলী বেগম গত ২৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বিল্ডিংয়ে দ্বিতীয় তলার বহির্বিভাগ থেকে নৈখাই গ্রামের ফজলু মিয়ার শিশু মাইশাকে চুরি করে বাদশা ও ফারজানার কাছে বিক্রি করে। শিশু মাইশার মা মোছা. সুমি বেগম এ ঘটনায় ওইদিনই মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন।