কানাইঘাট লোহাজুরী বিদ্যানিকেতনে চুরি

56

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির দুর্গম এলাকায় অবস্থিত লোহাজুরী বিদ্যানিকেতন স্কুলের ১০টি চেয়ার, কাগজপত্র চুরি সহ স্কুলের ভিতরে বাহিরে মলমূত্র করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় সচেতন মহলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্কুল পরিচালনা কমিটির পক্ষে স্কুলের দাতা সদস্য এরালীগুল গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র নাজিম উদ্দিন (৩৫) বাদী হয়ে গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্কুলের চেয়ার ও কাগজপত্র চুরি ও মলমূত্র স্কুলে আঙ্গিনায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়ায় একটি গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র শামীম আহমদ (৩৫) আসামী করে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায় ২০১৪ সালে এলাকাবাসী শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া ইউপির ৩নং ওয়ার্ডের লোহাজুরী বিদ্যানিকেতন নামে প্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে উক্ত স্কুলে এলাকার অনেক ছেলে-মেয়েরা লেখা-পড়া করছে। গত ৬ অক্টোবর রাতে স্কুলের ভিতরে প্রবেশ করে কে বা কারা শ্রেণী কক্ষের ১০টি চেয়ার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়া যায় এবং স্কুলে সব সময় মলমূত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে। অভিযোগে উল্লেখ করা হয়েছে প্রতিহিংসা পরায়ন হয়ে পূর্বে ২৫/১১/২০১৭ইং তারিখে স্কুলের আসবাবপত্র ভাংচুর সহ ছাত্র, শিক্ষকদের সাথে দুর্ব্যবহারকারী অভিযোগের আসামী শামীম আহমদের বিরুদ্ধে কানাইঘাট থানায় সাধারন ডায়রী করা হয়। পূর্ব বিরোধের জের ধরে শামীম আহমদ স্কুলের চেয়ার, কাগজপত্র চুরি সহ স্কুলের মলমূত্র রাখতে পারে বলে স্কুলের শিক্ষকবৃন্দ ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং অভিভাবকরা মনে করেন।