সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার দুর্নীতির মামলা

64

কাজিরবাজার ডেস্ক :
পদত্যাগী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা করেছেন সাবেক মন্ত্রী নাজমুল হুদা।
গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় গিয়ে মামলাটি করেন তৃণমূল বিএনপি নামে একটি দলের সভাপতি। তবে এটি প্রকাশ পেয়েছে সোমবার।
থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তবে মামলায় কী অভিযোগ করা হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে রাজি হননি তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান কেবল জানান, মামলায় অভিযোগ আনা হয়েছে দুর্নীতির। তবে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনিও। বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের তদন্ত ও আইনের সঙ্গে সংগতিপূর্ণ হওয়ায় মামলাটি দুদকে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদারও বিস্তারিত না জানিয়ে বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ আমরা পেয়েছি।’
নাজমুল হুদা রাজনৈতিক জীবনের শুরুতে বিএনপির সঙ্গে জড়িত ছিলেন। তবে আওয়ামী লীগের গত আমলে তিনি বিএনপি থেকে বের হয়ে আলাদা দল গঠন করেন। পরে নিজের দল থেকে বহিষ্কৃত হয়ে গঠন করেন তৃণমূল বিএনপি। আর আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হতে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি।