দিরাইয়ে নারীর শিক্ষা ও ক্ষমতায়ন শীর্ষক সেমিনারে অর্থমন্ত্রী ॥ জাতীয় ঐক্যের ফলাফল শূন্য

206

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
জাতীয় ঐক্যের ফল শূন্য বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন এসব দিয়ে কিছুই হবে না। বিএনপির মতো একটি বড় দলকে নির্বাচনে আনার বিষয়ে সরকারের কোনো বিশেষ উদ্যোগ আছে কি-না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘কোনো বিশেষ উদ্যোগ নেই। বিএনপি এক সময় বড় দল ছিল। এখন আছে কি-না আমার সন্দেহ আছে।’
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাংলাদেশ ফিমেইল একাডেমি আয়োজিত ‘নারীর শিক্ষা ও ক্ষমতায়ন’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। রবিবার দুপুরে বাংলাদেশ ফিমেইল একাডেমি মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে এসব মন্তব্য করেন তিনি।
নির্বাচনকালীন সরকারে কারা থাকবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদে যাদের প্রতিনিধিত্ব আছে তারাই নির্বাচনকালীন সরকারে থাকবে। অন্য কেউ থাকবে না। ২০১৪ সালে যে প্রক্রিয়ায় দেশে নির্বাচন হয়েছে, সেভাবেই এই দেশে নির্বাচন হবে। কাউকে নির্বাচনে আনতে বিশেষ কোন চিন্তা নেই। নিরপেক্ষ নির্বাচনের পরীক্ষা এই দেশে হয়ে গেছে। তাই যথা সময়েই নির্বাচন হবে।’
বাংলাদেশ ফিমেইল একাডেমির দাতা সদস্য ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, সিলেট এম.এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মাহবুবুল হক, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান ও গ্রামীণ জলকল্যাণ সংসদের চেয়ারম্যান জামিল চৌধুরী প্রমুখ।