আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

63

মুক্ত সমাজের জন্য উত্তম আইন : টেকসই উন্নয়নে তথ্যে অভিগমন এ শ্লোগানকে প্রতিপাদ্য করে ‘তথ্য জানার অধিকার সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন সম্ভব পাশাপাশি প্রয়োজন তথ্য প্রদানে প্রতিষ্ঠানসমূহের দায়িত্বশীল ভূমিকা’ – সিলেটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‌্যালি পূর্ব আলোচনা সভায় এ বক্তব্য উঠে আসে। দিবসটি উদযাপনে জেলা প্রশাসন, সিলেট, টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট এবং আইডিয়া, সিলেট এর যৌথ উদ্যোগে র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সনাক সভাপতি আজিজ আহমেদ সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সাফায়াৎ মুহাম্মদ শাহেদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমাপ্ত হয়। র‌্যালি পূর্ব আলোচনা সভায় সনাক সদস্য এডভোকেট মোঃ ইরফানুজ্জামান চৌধুরী তথ্য অধিকার আইন কার্যকর বাস্তবায়নে টিআইবি’র দাবীসমূহ উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি