গোলাপগঞ্জে মেয়র প্রার্থীদের প্রচারণায় বহিরাগতরা, প্রচারণার শেষ দিন আজ

52

সেলিম হাসান কাওছার গোলাপগঞ্জ থেকে :
গোলাপগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনকে কেন্দ্র করে মেয়র পদে চলছে চার প্রার্থীর ভোটের হিসাব-নিকাশ ও চুলছেরা বিশ্লেষণ। কে হচ্ছেন গোলাপগঞ্জের পৌর মেয়র? এ নিয়ে পৌর ও উপজেলাজুড়ে সকল মহলে জল্পনা-কল্পনার অন্ত নেই। এদিকে ভোটের মাঠে যেভাবে দলবদ্ধভাবে মেয়র প্রার্থীদের সমর্থকরা মরিয়া নেমেছেন তা দেখে বিভিন্ন মহল ছাড়াও সাধারণ ভোটাররা রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন। স্থানীয় বলছে এবার মেয়র প্রার্থীরা সকলেই কৌশলে রয়েছে। প্রার্থীদের প্রচারণায় ভোটারের চেয়ে বহিরাগতদের উপস্থিতি বেশি। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। ফারুক আহমদ নামে গোলাপগঞ্জ আহমদ খাঁন রোর্ডের এক ব্যবসায়ী বলেন, বহিরাগতরা টাকার বিনিময়ে প্রার্থীদের প্রচারণায় অংশ নিয়েছে। প্রার্থীরা লোক দেখানোর জন্য এসব বহিরাগতদের সাথে নিয়ে প্রচারণা চালাচ্ছে। যাতে বেশি লোক দেখানো যায়। সরস্বতি গ্রামের বাসিন্দা ও আহমদ খাঁন রোর্ডের ঝাল মুড়ি বিক্রেতা জামিল আহমদ বলেন, নির্বাচনের প্রতীক দেয়ার পর থেকে বাজারে লোকজনের সমাগম কমেগেছে। বেকার লোকজন ও সাধারণ শ্রমিকরা কম কষ্টে টাকা কামাই করছে। তারা এখন প্রার্থীদের নিয়ে ব্যস্ত। এজন্য আমার ঝাল মুড়ি বিক্রিও কমে গেছে। রাজু আহমদ নামে এক ব্যবসায়ী বলেন,প্রার্থীদের প্রচারণায় যারা কাজ করছেন বেশিরভাগ লোক বাহিরের। প্রার্থীরা বড় গণসংযোগ ও পথসভা করলেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন ভাড়া করছে। তবে বিএনপির স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ) প্রতীকের মহিউস সুন্নাহ চৌধুরীর কর্মীবহরে ভাড়াটে লোকজনের তেমন একটা উপস্থিতি নেই। এ নির্বাচনে যে চারজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন তারা হলেন, বিএনপির স্বতন্ত্র মেয়র প্রার্থী (মোবাইল ফোন) প্রতীকের গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, বিএনপির স্বতন্ত্র মেয়র প্রার্থী (নারিকেল গাছ) প্রতীকের মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, আ’লীগের স্বতন্ত্র প্রার্থী (জগ) প্রতীকের আমিনুল ইসলাম রাবেল ও আ’লীগের মেয়র প্রার্থী (নৌকা) প্রতীকের জাকারিয়া আহমদ পাপলু’। এদিকে পৌরসভার সচেতন মহল বলছে প্রার্থীদের শেষ মিছিল ও পথসভায় বহিরাগতদের সংখ্যা আরো বাড়তে পারে। আজ সোমবার প্রচারণার শেষ দিন মেয়র প্রার্থীদের। অপরদিকে ৪ মেয়র প্রার্থীদের মধ্যে শেষ পথসভা গতকাল রবিবার বিকেলে পৌর চৌমুনীতে করেছেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম রাবেল। এ সময় তিনি শতশত মানুষের সামনে তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। তিন মেয়র প্রার্থী আজ নির্বাচনী প্রচারণা করে শেষ করবেন।