শ্রমিক ফেডারেশনের সমাবেশে বক্তারা ॥ হোটেল সেক্টরে শ্রমিকদের জন্য ন্যূনতম মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষণা করতে হবে

65

হোটেল-রেস্টুরেন্ট-মিস্টি-বেকারী সেক্টরে নি¤œতম মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রদান করে গণতান্ত্রিক শ্রম আইনের প্রণয়ন, সিলেটে পূর্ণাঙ্গ শ্রম আদালত স্থাপন এবং নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদানসহ শ্রম আইনে বর্ণিত সকল সুযোগ সুবিধা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন (রেজি: নং- বি- ২০৩৭) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে গতকাল ২৯ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩ টায় সিলেট কোর্ট পয়েন্টে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রায় সহ¯্রাধিক শ্রমিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটসিট শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক ও সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- চট্ট-১৯৩৩) এর সভাপতি শ্রমিকনেতা মোঃ ছাদেক মিয়া। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটসিট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রমিকনেতা তফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলী, জাতীয় ছাত্রদল সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোত্তালেব।
বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটসিট শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক ও মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- চট্ট-২৩০৫) এর সভাপতি শ্রমিকনেতা মোস্তফা কামাল এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আনছার আলী, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহীন আলম, হবিগঞ্জ জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান সোহেল, সুনামগঞ্জ জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ লিলু মিয়া, মালনীছড়া রাবার শ্রমিক সংঘ এর সভাপতি জয় মাহাত্ম কুর্মি, স’মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক একে আজাদ সরকার জাতীয় ছাত্রদল শাহজালাল বিশ^বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রুপেল চাকমা, হোটেল শ্রমিক ইউনিয়ন শ্রীমঙ্গল থানা শাখার প্রচার সম্পাদক মিন্টু মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি