রাতারগুলে চাঁদাবাজি বন্ধের দাবিতে মাঝিদের মানববন্ধন

68

গোয়াইনঘাটের রাতারগুল গ্রামবাসী ও নৌকার মাঝিদের কাছ থেকে অবৈধ চাঁদাবাজি বন্ধ ও অপপ্রচারের প্রতিবাদে রাতারগুল সোয়াম ফরেস্ট রাতারগুল খেয়াঘাটে স্থানীয় এলাকাবাসী ও মাঝিদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে আয়োজিত মানববন্ধনে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, রাতারগুল গ্রামের আনোয়ার হোসেন ও তার বড় ভাই আব্দুল হান্নান প্রতিদিন নৌকার মাঝিদের নিকট থেকে চাদা নেন। তাদের কাছে এলাকার লোকজন অসহায় তাদের ভয়ে কেউ কিছু করতে পারছেনা। প্রশাসনের বেধে দেওয়া নির্দেশ মেনে মাঝিরা নৌকার ভাড়া নেন। অতিরিক্ত ভাড়া নেওয়ার কোন সত্যতা নেই। একটি মহল নিরীহ মাঝিদের নিয়ে ষড়যন্ত্র করছে। বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত রয়েছে। বক্তারা বলেন, মাঝিদের নিকট থেকে অবৈধভাবে চাঁদা আদায় করা হলে ভবিষ্যতে কঠোর জবাব দেয়া হবে। এ ব্যাপারে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন ৬নং ফতেহপুর ইউনিয়নের ৯নং ওয়ার্র্ডের মেম্বার মো. ফখর উদ্দীন চৌধুরী, বিশিষ্ট মুরব্বী আলী আছকর, আকবর আলী, আছদ্দর চৌধুরী, বাঘবাড়ী গ্রামের মুরব্বী ইরফান আলী, রাতারগুল গ্রামের খেয়াঘাটের মাঝি জমির উদ্দীন, হারিছ মিয়া, সোনা মিয়া, আরব আলী, মনচাদ, আবুল হোসেন, ফজলু মিয়া, লায়েক, মনির উদ্দীন, মাজহারুল, সিরাজ আলী, খালেদ, নুরুল ইসলাম, শাকিল, আহাদ উল্লা, মহসিন, মদরিছ আলী, আমির আলী, ময়নুল ইসলাম, কামাল উদ্দীন, নুর ইসলাম, কামাল, ছৈয়দ ছিফত, মুসলিম, সাধু, রজব আলী, লিয়াকত, রাসেল, আফতার, সমছুল, ছুরফান, মখন, আব্দুল্লাহ, ছয়ফুল আলম, কাছিম আলী, রমিজ উদ্দীন, ইব্রাহিম আলী, আব্দুস ছাত্তার, মখতদির প্রমুখ। বিজ্ঞপ্তি