স্বপ্ন শুধু স্বপ্ন

43

মাযহারুল ইসলাম অনিক

স্বপ্ন রঙে মাততে গিয়ে ছাড়ছি আজই ঘুম
ইচ্ছেগুলো নাচছে দেখো তাক ধুমাধুম ধুম।

জলদি উঠে নতুন সাজে ধরছি কত বেশ
একটুখানি গেলে পরে পাবো পরীর দেশ।

খালি পায়ে নতুন জুতো পরছি আমি একা,
স্বপ্ন পথে চললে পরে পাবো পরীর দেখা।

স্বপ্নগুলো ঘেটে দেখি বললো আমাই কি,
পান্তাভাতে খাবো নাকি নিত্য নতুন ঘি!

ভাবাভাবি ছাড়ান দিয়ে যেই না দিলাম ছুট,
জলদি পথে বাঁধছে শুধু ওই যে রাঙা বুট।

অনেকটা পথ হাটার পরে আসলো পরীর কূল,
এদিক ওদিক তাকাই দেখি হচ্ছে নাকো ভুল।

সোনাদানা এত্তো কিছু পেলাম আমি একা,
এদিকওদিক তাকাই দেখি যায় না পরীর দেখা।

ইচ্ছামত তুলে নিয়ে দিলাম ঘরে ছুট,
লাঠির বাড়ি পড়ছে যেন লাগছে কাড়ম কুট।

নাস্তাখানা হাতে ধরে ডাকবো মরা কতো,
জলদি এসো শুনবে তুমি স্বপ্ন আছে যতো।

স্বপ্ন পরি স্বপ্ন মাঝে দিলো আমাই ধোঁকা,
স্বপ্ন শুধু স্বপ্ন যে হয় বুঝলি ওরে বোকা।