মানবতাবিরোধী অপরাধীকে মনোনয়ন না দেওয়ার আহ্বান ঘাতক দালাল নির্মূল কমিটির

37

ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলা শাখার এক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টায় মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ১৯৭২ এর সংবিধান পুণঃপ্রবর্তন, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন, মুক্তিযোদ্ধা সন্তানদের চাকুরীর কোটা বজায় রাখা, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদেরকে নমিনেশন দেওয়ার আহ্বান জানানো হয়। কোন অবস্থাতেই ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধী আলবদর, রাজাকার পরিবারের কোন ব্যক্তিকে মনোনয়ন প্রদান না করার জন্য আওয়ামীলীগ সহ ১৪ দলের নেতৃবৃন্দকে আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, বাংলাদেশে স্বাধীনতা বিরোধী কাহারও রাজনীতি করার অধিকার নেই।
সিলেট জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তান জবরুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আক্রম আলী, বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুবে মেজর রফিক উদ্দিন, জাফর চৌধুরী, জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, বীর মুক্তিযোদ্ধা মতি লাল মোহন্ত, শামসুল আলম সেলিম, শ্রীমতি কলিরানী দেবী, প্রতাপ চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি