গোলাপগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ॥ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এই অঞ্চলের অন্ধকারকে আলোকিত করবে

92

সেলিম হাসান কাওছার গোলাপগঞ্জ থেকে :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন একাত্তরের মুক্তি সংগ্রামের পর আমরা যখন যাত্রা শুরু করি, তখন ক্ষুধা আর দারিদ্র্যতায় জর্জরিত ছিল গোটা দেশ। অনেক দুঃখ-কষ্ট, বাধা-বিপত্তি ডিঙিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছিল তখনই একাত্তরের পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে। আওয়ামীলীগ সরকারের আমলে দেশে শিক্ষাব্যবস্থায় অকল্পনীয় পরিবর্তন হয়েছে। সারা দেশে সাড়ে ৩ হাজার মাদ্রাসা ভবন হয়েছে। গড়ে ৫০ ভাগ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। তিনি বলেন, আমরা কোন দিন প্রকৃতপক্ষে স্বাধীন ছিলাম না। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে। এর পরবর্তীতে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আওয়ামীলীগ দেশকে বিশ্ব দরবারে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছেন। গতকাল বুধবার গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন একাডেমীক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথাগুলো বলেন। কলেজের অধ্যক্ষ সুজা মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অসিত কুমারের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম সুয়েব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, সিলেটের অতিরিক্ত (গোলাপগঞ্জ জোন) পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলি, লক্ষণাবন্দ ইউনিয়িন আওয়ামীলীগ সভাপতি নিজাম উদ্দিন, কলেজের দাতা সদস্য অজি মোহাম্মদ কাওছার প্রমুখ। এছাড়াও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপজেলার সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ, আব্দুল আলীম বাবলু প্রমুখ। এছাড়াও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাস নাহিদ বরায়া উত্তর ভাগ দাখিল মাদ্রাসার নতুন একাডেমীক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন , বরায়া উচ্ছ বিদ্যালয়ের নতুন একাডেমীক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, গোলাপগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিকাল ৪টায় শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ উপজেলার আমুড়া ইউনিয়নের একমাইলে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন,এখন প্রযুক্তির যুগ, যে তা আয়ত্ত করতে পারবে, তার ভবিষ্যত উজ্জল হবে। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এই অঞ্চলের অন্ধকারকে আলোকিত করবে। আমরা কারিগরি শিক্ষা নিয়ে খুবই হতাশ ছিলাম। বিগত দিনে দেশে কারিগরি হার ছিল মাত্র ১%। যেখানে অন্যান্য উন্নত দেশে প্রায় ৮০% কারিগরি শিক্ষা হার রয়েছে। বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় কারিগরি শিক্ষার হার দাড়িয়েছে ১৪%, আগের তুলনায় অনেক গুণ বেশি। তিনি আরো বলেন, আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দুনিয়ার সব অভিজ্ঞতা নিয়ে কারিগরি শিক্ষায় উদ্যোগ নিয়েছি। আমাদের নতুন প্রজন্ম এখান থেকে বিশ্বমানের শিক্ষা লাভ করতে পারবে। দুনিয়ার যে কোন দেশে তাল মিলিয়ে চলতে পারবে। আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নাজিমুল হক লস্করের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান আজমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, গোলাপগঞ্জ এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মনসুর আহমদ, ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধক্ষ্য রেজাউল আমিন। শুরুতে পবিত্র কোরআন পাঠ তেলাওয়াত করেন মাওলানা সোহেল আহমদ সাইদী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা সালমান আহমদ, আল-এমদাদ ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি রোটারিয়ান মঞ্জুর আহমদ, ইউপি সদস্য সেলিম আহমদ, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনসুর আহমদ, সাবেক ছাত্র নেতা এমদাদ রহমান, আমুড়া ইউপি ছাত্রলীগ সভাপতি ফরহাদ আহমদ প্রমুখ।