ছাতকে ভেজাল বিরোধী অভিযান ২০ হাজার টাকা জরিমানা আদায়

45

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে ভোক্তা অধিকার আইন সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা জাউয়া বাজারের বিভিন্ন হোটেল-রেস্তোরা, বেকারী ও ফার্ম্মেসী থেকে এসব জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার আইন সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক নূর হোসাইনের নেতৃত্বে ভেজাল বিরোধী অভিযানে র‌্যাব-৯এর সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক, ডিএডি নাছিম রেজাসহ র‌্যাব-৯এর সদস্যরা উপস্থিত ছিলেন। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী ও বাসি খাবার পরিবেশনের অপরাধে ইসলাম রেষ্টুরেন্ট থেকে ৫ হাজার, তিনভাই রেষ্টুরেন্ট থেকে ৪ হাজার, মোছান্না রেষ্টুরেন্ট থেকে ৩ হাজার, ত্বাহিয়া রেষ্টুরেন্ট থেকে ৪ হাজার, হাবিব বেকারী থেকে ২ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংগ্রহে রাখার অপরাধে রাজা ফার্ম্মেসী থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।