শাহ্ আজিজ স্মরণ সভায় মিসবাহ সিরাজ ॥ শাহ্ আজিজের মতো আমিও জনগণের সেবক হয়ে কাজ করতে চাই

75

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, সাধারণ মানুষ ও দেশের দুর্দিনে শাহ্ আজিজুর রহমান সব সময় পাশে ছিলেন। তিনি আওয়ামী লীগের একনিষ্ট একজন নেতাও ছিলেন। তিনি মানবতার কল্যাণে জনগণের কল্যাণে এলাকার উন্নয়নে কাজ করে গেছেন।
তিনি বলেন, শাহ্ আজিজের মতো আমিও জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন চেয়েছি। তিনি আমায় মনোনয়ন দিলে উন্নয়ন বঞ্চিত সিলেট-৩ আসনের জনগণের সেবক হয়ে কাজ করে যাবো।
সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন শাখা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সদ্য প্রয়াত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ্ আজিজুর রহমান স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. দুদু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট মো. বদরুল ইসলাম জাহাঙ্গীর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজীজ, সিলেট জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম ইছন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শায়েস্তা, সিলেট সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. জুয়েল।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আলী কাঁচার পরিচালনায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মুর্শেদ আহমদ রানা, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সদস্য আতিকুর রহমান, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক তেরা মিয়া, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাহেদ আলী গেদা, খন্দকার আবদুর রকিব, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, যুবলীগ নেতা ইসলাম উদ্দিন, থানা যুবলীগ নেতা সিরমান উদ্দিন, চুনু মিয়া, মোক্তার আহমদ, শাহ এনাম, মোস্তাফিজুর রহমান, আব্দুল আহাদ, ইসলাম আলী, হারুন আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামছুল হক লেচু, সহ-সভাপতি মজিবুর রহমান, খালেদ আহমদ, সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা মোসাদ্দেক আহমদ, মোস্তফা আহমদ, বদরুল ইসলাম, জাকির আহমদ, শেখ রাছেল স্মৃতি সংসদের সভাপতি শাকিল আহমদ, সহ-সভাপতি মোজাম্মেল হোসেন, সুমন আহমদ, সাংগঠনিক সম্পাদক শিপার আহমদ, ৯ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মইনুল ইসলাম, ১ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহ আবদুস সাত্তার প্রমুখ। বিজ্ঞপ্তি