শাবিতে চ্যারিটি বইমেলা শুরু

50

শাবি থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২ দিনব্যাপী চ্যারিটি বইমেলা স্বপ্নোত্থান বইমেলা-২০১৮ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’ এই বইমেলার আয়োজন করে। মেলা চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত।
মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় বইমেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিতদের জন্য এ ধরনের আয়োজন সর্বদাই প্রশংসাযোগ্য। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে দেখছে।
সংগঠনটির সাবেক সাধারণ স¤পাদক মেহেদী কবীরের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক আনোয়ারুল ইসলাম, স্বপ্নোত্থানের উপদেষ্টা অধ্যাপক আমিনা পারভীন, প্রভাষক এএসএম আবু সায়েম, রিয়াদুল ইসলাম সোহেল, বর্তমান সভাপতি মাহদীন আল নাফি, সাধারণ স¤পাদক রিজওয়ান পলাশ প্রমুখ।
উল্লেখ্য, শনিবার থেকে বৃহ¯পতিবার প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা এবং শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ বইমেলা চলবে।