বাংলাদেশের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য – মাহমুদ উস্ সামাদ এমপি

82

বাংলাদেশ উন্নয়নের সেই আলো দেখে ফেলেছে, বাংলাদেশের এই অগ্রযাত্রা অপ্রতিরোধ্য বলে মন্তব্য করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। তিনি ২৪ সেপ্টেম্বর দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল-মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন-সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী আফসর আহমেদ এবং মেডিকেল অফিসার ডা: দেলোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি মাহমুদ উস্ সামাদ চৌধুরী আরও বলেন-বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ৩২০০ মেগাওয়াট থেকে বেড়ে ২০,০০০ মেগাওয়াটে উন্নীত হয়েছে। শুধু তাই নয় ঔষধ শিল্পেও বাংলাদেশ প্রভূত উন্নতি সাধন করেছে। বর্তমানে বিশ্বের ৮২টি দেশে বাংলাদেশ ঔষধ রপ্তানি করছে। বাংলাদেশ প্রতি বছর শান্তিরক্ষা মিশন থেকে ২০ বিলিয়ন মার্কিন ডলার আয় করছে। তিনি বলেন-মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের আওতায় বর্তমানে দেশে ১৬০০০হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপিত হয়েছে যা শীঘ্রই ২০ হাজারে উন্নীত হবে। বর্তমান সরকারের সকল প্রকার উন্নয়ন কর্মকান্ডে সকলকে সহযোগিতার আহ্বান জানান তিনি। সিলেট জেলা তথ্য অফিসের ঘোষক মোঃ লেবাছ উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি