জাপা নেতা সৈয়দ আবুল কাশেম মন্টুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

72

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আবুল কাশেম মন্টুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিলো আজ বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর)। ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় তিনি সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। পরদিন ২১ সেপ্টেম্বর দক্ষিণ সুরমার কুচাই গ্রামের পারিবারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আজ বৃহস্পতিবার তাঁর মৃত্যু দিবস উপলক্ষে নিজ বাড়িতে কুরআন খতম, দুআ মাহফিল ও শিরণি বিতরণ করা হয়েছে।
সৈয়দ আবুল কাশেম মন্টু জাতীয় পার্টির প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত জাতীয় পার্টি করেছেন। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা জাপার তিবারের সাধারণ সম্পাদক, একবারের সিনিয়র সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন। ছাত্র ইউনিয়নের রাজনীতি থেকে ওঠে আসা সৈয়দ আবুল কাশেম মন্টু ছাত্র ইউনিয়নের সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী। দীর্ঘদিন ঐতিহ্যবাহী ইছরাব আলী হাই স্কুল ও কলেজের গর্ভনিং বড়ির সদস্য, ইছরাব আলী কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা এবং রেডক্রিসেন্টের আজীবন সদস্য ছিলেন।
সৈয়দ আবুল কাশেম মন্টুর পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দুআর আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি