ডিজিটাল ক্লাস রুম প্রতিষ্ঠার মাধ্যমে মেধাভিত্তিক আলোকিত জাতি গড়তে হবে ——– এডিসি আবু হায়াৎ

39

সিলেট সদর উপজেলার শাহপরান থানাধিন খাদিমনগরের তাহমিম আইডিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল ১৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে পরিদর্শন করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হায়াৎ মুহাম্মদ শাহেদুল ইসলাম। এ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তাহমিম আইডিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ হামিদা খান লনি’র সভাপতিত্বে ও শিক্ষিকা সৈয়দা শামীমা আক্তারের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ মুহাইমিন চৌধুরী, বিশিষ্ট মুরব্বী জমির উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে স্কুলের অধ্যক্ষ হামিদা খান লনি ১৩ বছরের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। প্রধান অতিথি ধৈর্য্যসহকারে কারে অধ্যক্ষের বক্তব্য শুনেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হায়াৎ মুহাম্মদ শাহেদুল ইসলাম বলেন, মেধাভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষার বিকল্প নেই। শ্রেণিকক্ষগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম সন্নিবেশিত করার মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা পদ্ধতির সংস্পর্শে এসে তাদের মেধার পরিপূর্ণ বিকাশ ঘটাতে সক্ষম হয়। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানেরা এ ক্ষেত্রে এগিয়ে এসে মাল্টিমিডিয়া ক্লাস রুম প্রতিষ্ঠায় সহায়তার মাধ্যমে মেধাভিত্তিক আলোকিত জাতি এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারেন। বিজ্ঞপ্তি