নবীগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার, নগদ টাকাসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট

70

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফুটারচর গ্রামে এক লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।
ডাকাতরা ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৬১ হাজার টাকা ও দামী মোবাইলফোন, গুরুত্বপূর্ণ জিনিসপত্রসহ প্রায় ৬লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
মঙ্গলবার দিবাগত রাত অনুমান ২টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফুটারচর গ্রামের লন্ডন প্রবাসী কালাম মিয়ার বাড়ি সাবির ভিলায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফুটারচর গ্রামের মৃত সাবির মিয়ার পুত্র লন্ডন প্রবাসী কালাম মিয়া গত দেড় মাস পূর্বে লন্ডন থেকে দেশে এসেছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাবির ভিলার ঘরের জানালার গ্রিল ভেঙ্গে ১০-১২ জনের একদল মুখোশদারী ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে।
এ সময় লন্ডন প্রবাসী গৃহকর্তা কালাম মিয়া ও পরিবারের অন্যান্য সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল লুটপাট চালায়।
এ সময় ঘরের আসবাবপত্র তছনছ করে সুকেশের তালা ভেঙ্গে ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৬১ হাজার টাকা ও দামী মোবাইলফোন, গুরুত্বপূর্ণ দামী জিনিসপত্রসহ প্রায় ৬লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় এলাকাজুড়ে ডাকাত আতংক বিরাজ করছে।
এ ব্যাপারে বাড়ির গৃহকর্তা লন্ডন প্রবাসী কালাম মিয়া জানান, আমার ঘরের স্বর্ণালংকার, নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়।
এর আগে বিগত চার বছর পূর্বে আমার বাড়িতে একই কায়দায় ডাকাতি সংগঠিত হয়েছিল, দেশে আসলেই যদি এইরকম কর্মকাণ্ডের সম্মুখিন হতে হয় তাহলে আমরা প্রবাসীরা দেশে আসবো কোন ভরসায় তাই এব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করছি।
এ ঘটনার খবর পেয়ে গোপলার বাজার তদন্তকেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে গোপলার বাজার তদন্তকেন্দ্রের ইনচার্জ কাওছার আলমের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিছিব করেননি।