দেশটাকে পরিষ্কার করি দিবস উপলক্ষে সুনামগঞ্জে পরিচ্ছন্নতার অভিযান

34

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
‘চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই’ এই শ্লোগানকে সামনে রেখে দেশটাকে পরিষ্কার করি দিবস উপলক্ষে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশের মতো সুনামগঞ্জেও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন চাই। শনিবার সকালে সুনামগঞ্জ পৌরসভা চত্বরে পৌরসভার মেয়র নাদের বখতের উদ্বোধনের মধ্যে দিয়ে এই অভিযানটি শুরু হয়। পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভার চত্বরে গিয়ে মিলিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন, পরিবর্তন চাই সংগঠনের জেলা কামান্ডার ফাহমিদুর রহমান পান্না, সহ-কমান্ডার তুষা তালুকদার, ইফতেখার সাজ্জাদ পিয়াল, অর্ণ বিশ্বাস, সিনিয়র রোভার রবিন, অমিত ও অভি প্রমুখ। উল্লেখ্য পরিবর্তন চাই এর আয়োজনে ২০১৪ সালে সারা দেশের ৪৩টি জেলায় ২০ হাজারের অধিক, ২০১৬ সালে দেশের ৬৪টি জেলার ১০০টি স্থানে ৭০ হাজারের অধিক ও ২০১৭ সালে এক লক্ষাধিক স্বেচ্ছাসেবক দেশটাকে পরিস্কার করি দিবসের আয়োজনে অংশগ্রহন করেন। তারা সত্য সুন্দও আর পরিচ্ছন্নতার আন্দোলনকে বেগবান করার জন্য সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহবাণ জানান।