ন্যূনতম মজুরী ৮ হাজার টাকা প্রত্যাখ্যান ॥ ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি

43

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সরকার ঘোষিত গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮,০০০/- টাকা প্রত্যাখ্যান করে এবং ন্যূনতম মজুরি ১৬,০০০/- টাকা ঘোষণা করার দাবিতে এক মিছিল ও সমাবেশ অনুর্ষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক মুখলেছুর রহমানের পরিচালনায় এবং সভাপতি সুশান্ত সিনহা সুমন এর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক সাজিদুল ইসলাম সাইদুল, সদস্য মহিতোষ দেব মলয়, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার আহ্বায়ক হৃদেশ মুদি প্রমুখ। সভায় বক্তারা বলেন মালিক কর্তৃক ঘোষিত ন্যূনতম মজুরি ৮,০০০/- টাকা ঘোষণা শ্রমিক শ্রেণীর সাথে এক ধরণের তামাশা এবং আজকের বাজার দরের সাথে কোন মতেই সামঞ্জস্যপূর্ণ নয়। তাই চার সদস্যর একজন শ্রমিক পরিবারের জন্য ন্যূনতম মজুরি ১৬,০০০/- ঘোষণা করা এবং শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি নেয়ার জন্য বক্তারা আহ্বান জানান। বিজ্ঞপ্তি