মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজের দাবিতে মৌলভীবাজার সমিতি সিলেটের মানববন্ধন

54

সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীর প্রাণের সংগঠন মৌলভীবাজার সমিতি সিলেট এর উদ্যোগে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবিতে গতকাল ১৫ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টায় সিলেট নগরীর চৌহাট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামেন এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সমিতির সভাপতি দেওয়ান তৌফিক মজিদ লায়েক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রুস্তম খানের পরিচারনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা এডভোকেট আব্দুল খালিক, সাদ উবায়দুল লতিফ চৌধুরী, অধ্যাপক সৈয়দ আব্দুর ওয়াদুদ, এম.এ গনি, চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, নবেন্দু লাল দাস, সমিতির সহ সভাপতি হাজী এম.এ মতিন, প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, কার্যকরী সদস্য কমরেড সিকান্দর আলী, যুগ্ম সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ আব্দুল আলীম উদ্দিন মান্নান, ক্রীড়া সম্পাদক বদরুল হোসেন খান কামরান, মহিলা সম্পাদিকা শামীম আরা বেগম বেবী, কার্যকরী সদস্য সৈয়দ মহসিন হোসেন, জীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, আনছার উদ্দিন, আইয়ুব খান, এডভোকেট সাইফুর রহমান, আমিরুল ইসলাম সাহেদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে দেওয়ান তৌফিক মজিদ লায়েক বলেন, মৌলভীবাজারের ২৫ লাখ মানুষ বছরের পর বছর একটি মেডিকেল কলেজের দাবি জানিয়ে আসছে। দেশ-বিদেশে সভা সেমিনার করছে। সরকারের ঘোষণা রয়েছে প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ হবে, কিন্তু তার কোনো বাস্তবায়ন মৌলভীবাজারবাসী দেখছে না। মৌলভীবাজারে একটি আধুনিক ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে। এখানে সকল ধরণের সুযোগ-সুবিধা বিদ্যমান থাকার পরও কেন মেডিকেল কলেজ স্থাপন করা হচ্ছে না? অথচ অন্যান্য জেলায় স্থাপন হচ্ছে মেডিকেল কলেজ। তিনি মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবীতে দেশে-বিদেশে অবস্থানরত মৌলভীবাজারবাসীকে স্বোচ্চার হওয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি