মা ও শিশুর স্বাস্থ্য নিশ্চিতকরণে সমন্বয় রেখে কাজ করতে হবে —যুগ্ম সচিব কুতুব উদ্দিন

49

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে ইউনিয়ণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতকরণ বিষয়ক অবহিতকরণ এক কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ছাতক উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্টিত হয়। উপজেলা পরিষদেও চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাকীব মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা সিলেটের বিভাগীয় পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ কুতুব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিভিল সার্জন আশুতোষ পাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সুনামগঞ্জের উপ পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক, সহকারী পরিচালক ননী ভুষন তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিজিৎ শর্ম্মা। বক্তব্য রাখেন, ডেপুটি ডাইরেক্টর সেভ দ্যা চিলড্রেন ডাঃ খায়রুল আলম, ডাঃ শাহীন আক্তার, ডাঃ এবিএম শামসুদ্দিন আহমদ, ডাঃ শহীদুল ইসলাম, ডাঃ তৌহিদা বুলবুল, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃষ্ণদাস রায়, প্রধান স্বাস্থ্য সহকারী আমিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আবুল হাসনাত প্রমুখ। এসময় ইউপি চেয়ারম্যানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিবার পরিকল্পনা সিলেটের বিভাগীয় পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ কুতুব উদ্দিন বলেছেন, মা ও শিশুর স্বাস্থ্য নিশ্চিতকরণে সমন্বয় রেখে কাজ করতে হবে। মনে রাখতে হবে প্রসবকালীন সমস্যা কোন রোগ নয়-সময়মতো সেবা দিলেই সমস্যার সমাধান সম্ভব হয়। সৃষ্টির সকল নারী প্রানীর ক্ষেত্রেই প্রসবকালীন সময় বিদ্যমান। স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাভাবিক ডেলিভারী করতে সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে। ইউনিয়ণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেগুলোতে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতকরণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় রেখে কাজ করার পরামর্শ দেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে ছাতক উপজেলা অডিটোরিয়ামে ইউনিয়ণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।