নারী উদ্যোক্তাগণের রপ্তানী বাণিজ্য সহায়তা বিষয়ক মতবিনিময় সভা

69

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড এন্ডাষ্ট্রির উদ্যোগে নারী উদ্যোক্তাগণের রপ্তানী বাণিজ্য সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর শনিবার জামতলা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড এন্ডাষ্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে ও পরিচালক সালসাবিলা মাহমুদ কান্তার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্ট ফুয়াদ মো. খালেদ হোসেন, বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রজেক্টর ম্যানেজার ডা. মাহমুদ রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড এন্ডাষ্ট্রির পরিচালক রাবেয়া আক্তার রিয়া, শামছুন নাহার, রাহিলা জেরিন কানন, রামি মনি সিনহা, বিউটি বর্মন, রুবা খানম, সদস্য নাসরিন সুলতান, ফরিদা বেগম, খালেদা আক্তার, রাশিদা বেগম, সাল সাবিল মুহবুবা কান্তা, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড এন্ডাষ্ট্রির প্রোগ্রাম কো-অর্ডিনেটর মৌসুমী দেব, ফ্রিলেন্সার ল্যাবের কো-ফাউন্ডার সাইদুল হোসেন চৌধুরী, সচিব রাশেদুল ইসলাম শাওন প্রমুখ। বিজ্ঞপ্তি