অস্ত্র মামলায় গোলাপগঞ্জে ৫ জন রিমান্ডে

74

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে আকবর আলী ফখর গ্র“পের ৫ জনকে রিমান্ডে এনেছে পুলিশ। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শংকর দেব জানান, গত বুধবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে আটককৃত ৬ জনের ৫দিন করে রিমান্ড চাইলে আদালত ৫ জনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারা হলেন, উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া গ্রামের মির্জা মোঃ আজি উল্লার ছেলে জামান আহমদ জামাল (৩২) পৌরসভার সরস্বতী গ্রামের মৃত চান মিয়ার ছেলে শাহেদ আহমদ (৩০), একই গ্রামের ছইদ আলীর ছেলে কয়ছর আহমদ (২৭) পৌর সরস্বতী নিজগঞ্জ গ্রামের মুকিদ মিয়ার ছেলে সুহিন আহমদ (২০) ও ফুলবাড়ী দক্ষিণপাড়া গ্রামের কুরমান আলীর ছেলে শিপন আহমদ (১৯)। বয়স কম হওয়ায় ফুলবাড়ী দক্ষিণপাড়া গ্রামের সাহেদ আহমদের ছেলে শাকিল আহমদ (২০) কে রিমান্ড থেকে বাধ দেন আদালত।
উল্লেখ্য ১৯/০৮/২০১৮ইং রাতে (গোল্ডেন গ্র“পের) আকবর আলী ফখরকে প্রধান আসামী ও ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১৫জনকে আসামী করে ৩৮৫/ ৩২৩/৪২৭/১০৯ এর ধারায় গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন গোলাপগঞ্জ পৌরসভার পশুর হাটের ইজারদার হাজী আব্দুল কাদির। অভিযোগ হাতে পাওয়ার পর পরই ওইদিন ভোর রাতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি (অপারেশন) দেলোয়ার হোসেনের নেতৃত্বে উল্লেখিত আসামীদের বাড়ীতে চিরোনী অভিযান চালায় পুলিশ। ভোর রাতে উপজেলার ফুলবাড়ী ইউপির দক্ষিণপাড়া গ্রামের মৃত সিদ্দেক আলীর ছেলে আকবর আলী ফখরের বাড়ীতে অভিযান চালিয়ে ৬জনকে ১০/১২টি ধারালো অস্ত্র রামদাসহ আটক করে। পরে গোলাপগঞ্জ মডেল থানার এসআই মৃদুল কুমার ভৌমিক বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেন।