মরণ

72

খালেদা আক্তার অনন্যা

পিঞ্জিরাতে আটকা পাখি
যখন যাবে উড়ি,
রইবে পড়ে মাটির ঘরে
সাদা কাপড় পরি।

এই পাখি সেই পাখি না
এ যে প্রাণ পাখি,
বুকের খাঁচায় থাকলে তবে
রয় খোলা আঁখি।

তখন তুমি ইচ্ছে স্বাধীন
করেছো খুশি যা,
আল্লাহ্ রাসুলের হুকুম
মাননি তখন তা।

ভেবেছিলে আছে দেহে
এখনো তো জান,
যুবা আছি, আমলে তাই
ছিল না কোন টান।

কিন্তু হায় মরণ থাবা
আসে যখন তখন,
মরণ কাল আসবে
কেউ জানে না কখন।