মায়ের আঁচল

109

রমজান আলী রনি

আমার মায়ের আঁচলখানি
সোনা দিয়ে মোড়া
মায়ের কোলের জোড়া মাণিক
একটি ফুলের তোড়া।

নদীর ভিতর মুক্তা-ঝিনুক
যেমন করে জ্বলে
আনন্দ আর খুশির পরশ
মায়ের আঁচল তলে।

মায়ের মুখে যদি তাকাই
তুচ্ছ লাগে সবই
তারই মত সুন্দর নয় গো
ঐ আকাশের রবি!

এই দুনিয়ার চেয়ে অধিক
মা-কে ভালোবাসি
মা যে আমার সুখের স্মৃতি
মা যে মুখের হাসি।