দলিল জালিয়াতি মামলায় কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান জেল হাজতে

82

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান আহমদ সুলেমান কে একটি ফৌজদারী মামলায় বুধবার সিলেট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায় কানাইঘাট থানায় একই ইউপির কান্দলা গ্রামের মৃত হাজী তৈমুছ আলীর পুত্র আজির উদ্দিন বাদী হয়ে গত ২ আগষ্ট সাবেক চেয়ারম্যান স্থানীয় বাজেখেল গ্রামের মৃত নূর উদ্দিনের পুত্র আহমদ সুলেমান সহ কয়েকজন কে আসামী করে স্থানীয় মূলাগুল নয়া বাজারে পাশে অবস্থিত এক খন্ড ভূমির দলিল জালিয়াতির ঘটনায় থানায় (মামলা নং-০৪, তাং-০২/০৮/১৮ইং) দায়ের করেন। উক্ত মামলার জামিন নিতে গতকাল বুধবার সাবেক চেয়ারম্যান আহমদ সুলেমান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কানাইঘাট আদালতে আত্মসর্ম্পণ করলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের আইনজীবীদের শুনানী শেষে জামিন না মঞ্জুর করে আহমদ সুলেমান কে জেল হাজতে পাঠানোর নিদের্শ দেন। মামলার বাদী আজির উদ্দিন জানিয়েছেন পূর্বে নয়াবাজার হারিছ চৌধুরী একাডেমির পাশে অবস্থিত তার ভূমির উপর নির্মিত দোকানপাট সাবেক চেয়ারম্যান আহমদ সুলেমান গংরা পুড়িয়ে ফেলে এবং দোকান পাঠ লুটপাট করে। এ নিয়ে তিনি আদালতে মামলা দায়ের করলে আসামী আহমদ সুলেমানের ১০ মাসের সাজা দেন বিজ্ঞ আদালত। স্থানীয় লোকজন জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে জমি জমা সহ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আহমদ সুলেমানের পরিবারের সাথে আজির উদ্দিনের পরিবারের বিরোধ চলে আসছে। পূর্বে আহমদ সুলেমানের দায়েরকৃত মামলায় আজির উদ্দিন জেল খাটেন বলে জানা গেছে।