ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জেল-হাজতে

88

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক, দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রনিকে থানা-পুলিশ আটক করেছে। সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত জহুর আলীর পুত্র। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, গত সোমবার রাতে ট্রাফিক পুলিশের (টিএসআই) মোস্তফা কামাল বাদী হয়ে সাংবাদিক আনোয়ার হোসেন রনির বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর রাতে গ্রামের বাড়ী থেকে তাকে আটক করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অরুপ সাগর।
সম্প্রতি স্থানীয় পত্রিকা ও একটি অনলাইনে ছাতকে ট্রাফিক পুলিশের বেপরোয়া চাঁদাবাজি শিরোনামে সংবাদ প্রকাশের পরই এই মামলাটি দায়ের করেন ট্রাফিক পুলিশের টিএসআই মোস্তফা কামাল। তবে চাঁদাবাজির ঘটনায় সাংবাদিক আনোয়ার হোসেন রনিকে গ্রেফতারের পর স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করেন।