কানাইঘাটের তরুণ আলেম মাওলানা আব্দুল হালিম জমিয়তীর দাফন সম্পন্ন

53

কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের তরুণ আলেম যুব জমিয়ত বাংলাদেশ রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল হালিম জমিয়তী মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় তিনির নিজ বাড়ি রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী পূর্ব গ্রামে ইন্তেকাল করেন। (ইন্না… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৭ বছর। স্ত্রী, ২ মেয়ে ও ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুর খবর শুনে মরহুমের বাড়িতে তাকে দেখতে শেষ বারের মতো দলীয় নেতাকর্মী সহ বিপুল সংখ্যক মুসল্লিরা ভীড় জমান। মাওলানা আব্দুল হালিম এলাকা সহ সর্বসাধারণের কাছে আব্দুল হালিম জমিয়তী নামে পরিচিত ছিলেন। মাওলানা আব্দুল হালিম জমিয়তীর জানাযার নামাজ মঙ্গলবার বেলা ২টায় তালবাড়ি পূর্ব জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে ইমামতি করেন মরহুমের উস্তাদ শাহবাগ জামেয়া মাদানীয়া ক্বাসিমূল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ফারুক আহমদ। পরে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সিলেট-৫ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান, রামদা মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউসুফ খাদিমানী, জামেয়া দারুল কোরআন সিলেটের শায়খুল হাদীস মাওলানা হাবিবে রাব্বানী চৌধুরী, জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল মালিক ক্বাসেমী, মুরাদগঞ্জ মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান, সিলেট জেলা পরিষদের সদস্য ইমাম উদ্দিন চৌধুরী, পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা এনামুল করিম জুনায়েদ, হাফিজ জমির উদ্দিন, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস মাওলানা জালাল উদ্দিন, শিবগঞ্জ মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আনোয়ারুল হক চৌধুরী, সিলেট জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর আহমদ ক্বাসেমী, প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, কানাইঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমান, জেলা যুব জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, রাজাগঞ্জ ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মাওলানা সামছুল ইসলাম সহ এলাকার রাজনীতিবিদ, সামাজিক ও বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, ছাত্রসহ প্রচুর সংখ্যক মুসল্লিরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি