জগন্নাথপুরে গ্রেফতারকৃত বিএনপি নেতাকর্মীদের আদালতে প্রেরণ

52

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে পুলিশের হাতে গ্রেফতার হওয়া বিএনপি নেতাকর্মীদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত তাহির উল্লার ছেলে মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুন নুর (৬০), জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর-কেশবপুর গ্রামের বারিক উল্লার ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শাহিন মিয়া (৩৮), সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর পশ্চিমপাড়া গ্রামের জিলু মিয়ার ছেলে বিএনপি নেতা অপু মিয়া (৩৫) ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও (খালপাড়) গ্রামের সেজু আহমদের ছেলে বিএনপি নেতা শাহরিয়ার আহমদ শাওন।
পুলিশ বার্তায় জানানো হয়, ১ সেপ্টেম্বর বেলা ১১ টায় অত্র থানাধীন পৌর পয়েন্টের মাহিমা রেস্টুরেন্টের সামনে বিএনপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি সহ তার অঙ্গ-সংগঠন এবং জোট সংগঠনের নেতাকর্মীগণ উস্কানী মূলক বক্তব্য দিয়ে সকল নেতা কর্মীগণ পৌর পয়েন্টে যানবাহন চলাচলে বাঁধা দিয়ে নৈরাজ্য সৃষ্টি করার উদ্দেশ্যে নাশকতা ও অর্ন্তঘাত মূলক কর্মকান্ড করার চেষ্টা করে। তখন পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে নেতাকর্মীগণ পুলিশের কতর্ব্যকাজে বাধা প্রদান সহ তাদেরকে আঘাত করে। তখন উপস্থিত পুলিশ সদস্যগণ উক্ত আসামীদের গ্রেফতার করেন। এছাড়া ৪০/৪৫জন নেতাকর্মী দৌড়ে পালিয়ে যায়। উক্ত বিষয়ে জগন্নাথপুর থানার এসআই সাইফুর রহমান বাদী হয়ে ধৃত আসামীগণ সহ অজ্ঞাতনামা পলাতক আসামীদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে জগন্নাথপুর থানার মামলা নং-০১ রুজু হয়। ১৯৭৪ ইং সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) তৎসহ দঃবিঃ আইনের ১৪৩/৩৩২/৩৫৩/৩৪ ধারায় রুজুকৃত মামলাটির তদন্ত কর্মকর্তা থানার এসআই লুৎফুর রহমান। পরে উক্ত আসামীদের সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।