শরতের আকাশ

25

রমজান আলী রনি

শরৎকালের আকাশ হলো
জল রঙের ছবি
একটু হাসি একটু ছোঁয়া
আঁকা আছে সবই

মেঘের ভিতর সাদা-সাদা
মেঘের ছেলে-মেয়ে
শরৎকালে কাশফুলেতে
ওরা যায় যে গেয়ে।

বৃষ্টি শেষে ঐ আকাশে
রঙ্ধনুরা হাসে!
নানা রঙের ফুলের বাহার
নাম না জানা ঘাসে।

রাত্রি শেষে ধানের ক্ষেতে
হালকা কুয়াশা
নদীর জলে বিন্দু-বিন্দু
জাগে সুআশা।