জনগণের চাহিদা পূরণে সরকার আন্তরিক -মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি

37

সিলেট-৩ আসনের এমপি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। জনগণের চাহিদা পূরণে আন্তরিকভাবে কাজ করছে আওয়ামীলীগ সরকার। দেশের সার্বিক উন্নয়নের অংশ হিসাবে বিদ্যুৎ, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ও দারিদ্র্য মুক্ত দেশ গড়তে বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। সরকারের এই মহতি উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সকল পেশার মানুষকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।
এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী গতকাল ২০ আগষ্ট সোমবার দিনব্যাপী ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকায় বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের পল্লী বিদ্যুতের মাধ্যমে মৈষাসী গ্রামে গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন, ফেঞ্চুগঞ্জ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করেন এবং মাইজগাঁও ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্র লোকদের মধ্যে জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুবুল আলম, পূর্ব পৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আব্দুল মুমিন, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঈন উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, মোশারফ আলী, নগেন্দ্র দাস প্রমুখ। বিজ্ঞপ্তি