টাওয়ার হ্যামলেট্স এর বেথনাল গ্রীণ ওয়ার্ডের কাউন্সিলরের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

36

গত ১৯ আগষ্ট রবিবার চেম্বার বোর্ড রুমে লন্ডনের টাওয়ার হ্যামলেট্স কাউন্সিলের বেথনাল গ্রীণ ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আহবাব হোসেন এর সাথে সিলেট চেম্বার এর নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এর সভাপতিত্বে সভায় বেথনাল গ্রীন ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আহবাব হোসেন বলেন, টাওয়ার হ্যামলেট্স কাউন্সিল সিলেট ও লন্ডনের মধ্যে একটি সেতুবন্ধন। ইতোপূর্বে টাওয়ার হ্যামলেট্স সিলেটে বেশ কয়েকটি কার্যক্রম পরিচালনা করেছে। কিন্তু বর্তমানে তা স্থবির হয়ে পড়েছে। সিলেটের সাথে সম্পর্ক পুনরায় জোরদার করতে টাওয়ার হ্যামলেট্স এর বর্তমান মেয়র অচিরেই সিলেট সফর করতে পারেন। তিনি বলেন, বৃটেনে বসবাসরত সিলেটীরা এদেশে বিনিয়োগে আগ্রহী। কিন্তু নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক জটিলতা এক্ষেত্রে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। তিনি সিলেটের শিল্প খাতের উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে সিলেট চেম্বারের বিভিন্ন কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে সারাবিশ্বের নিকট অত্যন্ত সম্ভাবনাময় দেশ হিসেবে পরিচিত। বিশ্বের অনেক উন্নত দেশ বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে তৎপরতা চালাচ্ছে। তিনি বৃটেনের সাথে বাংলাদেশের বাণিজ্য যোগাযোগ বৃদ্ধিতে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক মোঃ হিজকিল গুলজার, মোঃ সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, মোঃ ওয়াহিদুজ্জামান (ভূট্টো), চন্দন সাহা, ফালাহ উদ্দিন আলী আহমদ, নির্বাচন বোর্ডের সাবেক চেয়ারম্যান বিজিত চৌধুরী, সাবেক সিনিয়র সহ সভাপতি নাসিম হোসেইন, বাংলা মেইলের এডিটর সৈয়দ নাসির, এডভোকেট মোঃ নিজাম উদ্দিন, মোঃ গোলাম কিবরিয়া, প্রদীপ দেব, মোঃ ফুরাহিম হোসেন, সৈয়দ মুজিবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি