পল্লী কর্মসংস্থান কর্মসূচীর সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ করলেন এমপি মিসবাহ

50

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতাধীন পল্লী কর্ম সংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী শীর্ষক ৪ বছর মেয়াদী প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সুনামগঞ্জ সদর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র আয়োজনে চেক বিতরণ করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য এড. পীর ফজলুর রহমান মিসবাহ।
উল্লেখ্য এই কর্মসূচির আওতায় সদর উপজেলার ৯টি ইউনিয়নের ১০ জন করে ৯০ জন নারী-কে ৭০ হাজার টাকা করে মোট ৬৩ লক্ষ টাকা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক মো.রশিদ আহমদ, এলজিইডির কর্মকর্তা তরুণ কুমার ভৌমিক, জাপা নেতা সাজ্জাদুর রহমান সাজু প্রমুখ।