স্বপ্ন যায় হারিয়ে

26

আবু আফজাল সালেহ

একটি স্বপ্ন বেড়ে উঠেছিল।
ফানুস উড়িয়ে ডালপালা বেড়ে ডানামেলে উড়ছিল।
লক্ষ্যহীনভাবে, নিজের ওজন ভুলে।
তবুও তা স্বপ্ন তো!
স্বপ্ন দেখাতে শুরু করেছিল রোকন
একটু একটু করে বৃদ্ধ পিতা-মাতার
সাথে ছোট্ট ভাই-বোনেরও।

একদিন দেখা গেল উৎসুক জনতার জটলা
লালশার্ট পরা রোকনের নিথর দেহ ভাসছে বুড়িগঙ্গায়!
সংসার গেল বুড়োবুড়ির,
ভাই-বোনের চোখ তাদের ঝাপসা আজ-
গতকালের অহংকার গেল ধুয়ে
স্বপ্ন গেল গুঁড়িয়ে- হারিয়ে গেল দূর অজানায়।