প্রবাস এসে করেছিলাম মস্ত ভুল

28

তা-রে-ক-লি-ম-ন

কতটা দিন হয়নি ঘুরা চারিপাশ
হয়নি দেখা দু’চোখ মেলে দূর আকাশ
বন্দি খাঁচার পাখির মতো জেলখানায়
জেলের ভেতর আজ আমাদের বেশ মানায়,

বয়স কুড়ি হবার আগেই, পরিবারের হাল ধরে
প্রবাস এসে নিত্যদিন-ই- কষ্টের সাথে যাচ্ছি লড়ে
জীবন যুদ্ধে লড়তে গিয়ে, মরছি ধুঁকে
স্বপ্ন তবু আপনজন-রা -থাকুক সুখে,

ময়লা কাপড়, ছেড়া জুতো, থেকে নোংরা বেশে
মাস শেষে জমিয়ে টাকা,পাঠাতে হয় দেশে
তার পরও খুশি থাকেনা,পরিবারের মন্টা
যাদের জন্য খেটে মরি, রাতদিন
চব্বিশ ঘন্টা,

মাথার ঘাম পায়ে ফেলে,ভেঙ্গে শক্ত পাথর
আগের মত হয়না চলা,দেহটা বেশ কাতর
পরিবারের কথা ভেবে,হয়নি করা বিয়ে
বুড়ো বলে মশকারা তাই,করে লোকে নিয়ে,

হারিয়ে যাওয়া দিন গুলোতে হবেনা আর ফেরা
মরণটা আজ চারিপাশে করছে শুধু তাড়া
জীবনের এই করুণ দশা, কিসের জন্য
জীবন নামের পরীক্ষায় আজ শূন্য শূন্য,

প্রবাস এসে স্বাধীনতা হরণ হলো
টাকার পিছু ছুঁটতে গিয়ে,সকল সুখের মরণ হলো
দেহ গেলো, যৌবন গেলো,মাথায় আজ পাকনা চুল
প্রবাস এসে করেছিলাম মস্ত ভুল…..।।