জালালাবাদ গ্যাসে জাতীয় শোক দিবস উদযাপন

39

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিঃ- এর মেন্দিবাগস্থ সিলেট প্রধান কার্যালয় গ্যাস ভবনে ঐদিন ভোরে জাতীয় পতাকা উত্তোলন(অর্ধনমিত) করা হয়। সকাল ১০টায় গ্যাস ভবন থেকে শোকর‌্যালী সহকারে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তারপর জালালাবাদ গ্যাসের অডিটোরিয়ামে শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নিজাম শরিফুল ইসলাম। সভার সভাপতিত্ব করেন কোম্পারিনর মহাব্যবস্থাপক(অর্থ) জনাব মোঃ ইকরামুল কবীর। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহাব্যবস্থাপক (বিপনন-উত্তর/প্রশাসন) প্রকৌশলী মোঃ শাহীনুর ইসলাম, মহাব্যবস্থাপক(কন্সট্রাকশন) প্রকৌশলী শোয়েব আহমদ মতিন, উপমহাব্যবস্থাপক ও জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি কায়েছ আহমদ, ব্যবস্থাপক (বোর্ড) মোঃ শহিদুল ইসলাম, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌফিকুল আহসান চৌধুরী, জালালাবাদ গ্যাস কর্মচারীলীগ(সিবিএ) এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন, সহঃ সাধারণ সম্পাদক মোঃ ফজলুল বারী। ঐদিন গ্যাস ভবনের নামাজ ঘরে যোহরের নামাজের পর জাতির পিতা ও ১৫ আগষ্টে নিহত তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া এবং মিলাদ মাহফিলে কোম্পানির সকল মহাব্যবস্থাপকবৃন্দ্, উপমহাব্যবস্থাপকবৃন্দ্, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, জালালাবাদ গ্যাস কর্মচারীলীগ (সিবিএ) এর সকল নেতৃবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি