কর্মক্ষম ও আগ্রহী প্রতিবন্ধীদের জন্য চাকুরী মেলা কাল

50

সিলেট চেম্বার, বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন), বাংলাদেশ এমপ্লোয়ার্স ফেডারেশন (বিইএফ) ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) বাংলাদেশের প্রতিবন্ধীদের কর্মক্ষেত্রে সংযুক্তকরণের মাধ্যমে তাদেরকে দেশের উন্নয়নের মূলধারায় যুক্তকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অনেক প্রতিবন্ধী অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলেছেন, কিন্তু শারীরিক অপূর্ণতা ও সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে উপযুক্ত চাকুরী পাচ্ছেন না। এসব প্রতিভাবান প্রতিবন্ধীদের চাকুরীর ব্যবস্থা করা গেলে দেশের উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। বিষয়টি বিবেচনায় নিয়ে সিলেট চেম্বার অব কমার্স, বিবিডিএন, বিইএফ ও আইএলও আগামী ১৮ আগষ্ট ২০১৮ তারিখ শনিবার বালুচরস্থ আমানউল্লাহ কনভেনশন সেন্টারে সকাল ৯টা থেকে দিনব্যাপী প্রতিবন্ধীদের চাকুরীমেলা আয়োজন করেছে। উক্ত চাকুরীমেলায় অংশগ্রহণে ইচ্ছুক প্রতিবন্ধীদের নিজ নিজ জীবন বৃত্তান্তের একাধিক কপি, ছবি, প্রতিবন্ধী পরিচয়পত্র এবং শিক্ষাগত ও সকল অভিজ্ঞতার সনদপত্রসহ যথাসময়ে আমানউল্লাহ্ কনভেনশন সেন্টারে উপস্থিত থাকার জন্য সিলেট চেম্বারের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি