বরইকান্দি ইউনিয়নে ৪টি পাকা রাস্তার উদ্বোধন

38

দক্ষিণ সুরমা উপজেলার ২ নং বরইকান্দি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে এলজিএসপি ৩ পিবিজি এর অর্থায়নে ও ইউনিয়ন পরিষদ বাস্তবায়নে ৪ টি সিসি ঢালাই রাস্তার উদ্বোনী গতকাল ১৬ আগষ্ট ফলক উন্মুচনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। ফলক উন্মোচন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন।
উদ্বোনকৃত ৪টি রাস্তা হলো ৬ নং ওয়ার্ডে চান্দাই মাঝ পাড়া এলজিইডি রাস্তার মুখ হতে মরহুম ইরশাদ আলীর বাড়ী পর্যন্ত, ৭ নং ওয়ার্ডে নজর পুর মেইন রাস্তার মূখ হতে অমূল্য দাসের বাড়ী সামন পর্যন্ত, ৮ নং ওয়ার্ডে জৈনপুর পাকা রাস্তার মুখ হতে সুমন মিয়ার বাড়ী পর্যন্ত ও ৯ নং ওয়ার্ডের তালুকদার পাড়া এলজিইডি রাস্তার মূখ হতে আবরু মিয়ার বাড়ী পর্যন্ত। এতে মোট ব্যয় হয়েছে ৩ লাখ ২৭ হাজার ১ শ ৫৭ টাকা। রাস্তার প্রস্ত ৭ ফুট উচ্চতা ৪ ইঞ্চি। ৪ টি রাস্তায় মোট দৈর্ঘ্য ৫১৯ ফুট, এ পর্যন্ত রাস্তার সংখ্যা ১৬৭/২৬।
এ সময় উপস্থিত ছিলেন মুরব্বি চান্দাই ফকির পাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী ফরিদ মিয়া, আতাউর রহমান আফরুজ, মোঃ অলি মিয়া, মাহমদ আলী নিজাম, আব্দুল মন্নান, বাবুল মিয়া, চান্দাই বায়তুন নুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শহিদুর রহমান, ইউপি সদস্য মোঃ কামাল মিয়া, মোঃ লয়লু মিয়া, আশীকুর রহমান, সৈয়দ মুমিনুর রহমান সুমিত, চেয়ারম্যানের ব্যক্তিগত সেক্রেটারী বাহার উদ্দিন বাহার, মুরব্বি নজরুল ইসলাম তুরন, তেরা মিয়া, ইঞ্জিনিয়র ফরিদ মিয়া, মাসুক মিয়া, নানু মিয়া, মকবুল মিয়া, কালা মিয়া, আব্দুর রহমান, পংকি মিয়া, সোয়া মিয়া, হিরা মিয়া, নানু মিয়া, সিদ্দেক আলী, জয়নাল, মুন্না আহমদ মাসুম, দবির উদ্দিন, আশরাফুর রহমান জুনেদ, আরিফ আহমদ, মুক্তার হোসেন, মুজিব, মুছাদ্দিক, সুরমান প্রমুখ। বিজ্ঞপ্তি