ফিরে এসো বঙ্গবন্ধু

98

নুশরাত রুমু

চেতনার নিমীলিত চোখে ঘুমিয়ে পড়েছে বাঙালি,
প্রতারণার আখড়া হয়েছে স্বপ্নের সোনার বাংলা।
লিপ্সার বৃষ্টি ডুবিয়ে দিচ্ছে জাতির বিবেক।
দুর্নীতির দমকা হাওয়ায় ছিঁড়েছে সততার পাল।
কৃত্রিম আবেগের কাছে নন্দিত স্বপ্নগুলোর দাফন হলো সম্পন্ন।

বসন্তের পলাশ দেখে ভাবুক হয় না মানুষ।
বরং দুমড়ে মাড়িয়ে চলে যায় উন্মাদ চোখে।
একাত্তরের হায়েনার মতো নারীর সম্ভ্রম খুবলে খাচ্ছে পথভ্রষ্ট কামার্তের দল অস্তিত্বের বসতভিটায় লেগেছে তীব্র সংকট।

নৈতিক বিচ্যুতির গ্রহণের কালে তোমাকে আবার বড় প্রয়োজন ওগো বঙ্গবন্ধু!
উদয়ের বাণী নিয়ে তুমি আসবে…
সেই প্রতীক্ষায় বিষাদ রোদনে অপেক্ষারত দিশেহারা জাতি।
তোমার মহান কীর্তিকে জানাই লাখো সালাম।
হাজার বঙ্গবন্ধু হয়ে প্রতিটি মায়ের ক্রোড়ে ফিরে এসো হে চিরভাস্বর!