জগন্নাথপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আ’লীগের প্রস্তুতিসভা

37

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা ও পৌর আ’লীগ এবং অঙ্গ-সংগঠনের যৌথ উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। ১১ আগষ্ট শনিবার জগন্নাথপুর বাজারস্থ হাবিব কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ ছাবির মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ নেতা ও উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাসিম, উপজেলা আ’লীগ নেতা ও উপজেলার পাটলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আংগুর মিয়া, উপজেলা আ’লীগের সাবেক শিক্ষা সম্পাদক সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও আ’লীগ নেতা এবং সাবেক কৃতী ফুটবলার সালাহ উদ্দিন, পৌর আ’লীগের সদস্য সচিব ও পৌর কাউন্সিলর আবাব মিয়া, পৌর আ’লীগ নেতা ও জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক এবং সাবেক কৃতি ফুটবলার জাহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি ডা. সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক আক্তার হোসেন, ধর্ম সম্পাদক সেলিনুর রহমান সেলিম, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম, ত্রাণ সম্পাদক সামছুল হক, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির হোসেন, শায়েক আলী, তোফায়েল আমিন মুটুক, আলাই মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা তৈয়বুর রহমান সিতু প্রমুখ। সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনাসভা, বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা সহ বিভিন্ন অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।