শিক্ষাক্ষেত্রে দক্ষিণ সুরমা কলেজ গুরুত্বপূর্ণ অবদান রাখছে —- মাহমুদ উস সামাদ এমপি

113

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। শিক্ষার্থীদের লেখাপাড়ায় উৎসাহিত করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আইসিটি ভবন নির্মান, কম্পিউটার ল্যাপ, মাল্টিমিডিয়া ক্লাস সহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। শিক্ষার্থীদের উচিত লেখাপড়ার প্রতি মনোযোগী হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সরকারের উন্নয়ন অগ্রযাত্রার অংশ হিসেবে দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজকে সরকারীকরণ তালিকাভুক্ত করা হয়েছে। আমি গভর্নিং বডির সভাপতির দায়িত্ব নেয়ার সময় মাত্র ৩১৭ জন শিক্ষার্থী ছিল। বর্তমানে তা বেড়ে ৮,৫০০ শিক্ষার্থী এ কলেজে লেখাপড়া করছে। কলেজে ৯টি বিষয়ে অনার্স চালু করা হয়েছে। কলেজটিকে আরো উন্নত করতে শহীদ মিনার নির্মাণ সহ বিভিন্ন কাজ আমি চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ একদিন এ কলেজটি পূর্ণাঙ্গ বিশ^বিদ্যালয়ে পরিণত হবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ১১ আগষ্ট সকালে ১ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত দক্ষিণ সুরমা কলেজের দেশরতœ শেখ হাসিনা আইসিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ শামসুল ইসলামের সভাপতিত্বে ও ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক শ্যামলী চক্রবর্তীর পরিচালনায় কলেজ ক্যাম্পাসে আব্দুল জব্বার জলিল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, শিক্ষা প্রকৌশলী আব্দুর রব, কলেজ গভর্নিং বডির সদস্য ড. আর.কে ধর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সাব্বির আহমদ ও মুহিবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা উস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি