মায়ের শোক

25

রমজান আলী রনি

বর্ষাকালে ডোবানালা
পানিতে যায় ভরে
এমন দিনে খোকা আমার
ফিরে না যে ঘরে!

দাদির সাথে ঘুরতে গিয়ে
শ্রাবণ মাসের শেষে
খোকা আমার হারিয়ে যায়
না ফেরার ঐ দেশে!

সাত রাজার ধন চলে গেলো
আমায় ছেড়ে দূরে
মা,মা,বলে ডাকবে না কেউ
মিষ্টি মধুর সুরে।

ছায়া হয়ে বুকের মানিক
কোথায় চলে গেলো
মায়ের শোকে গাছের পাতা
সেও ঝরে এলো।