খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা বদিউজ্জামানের ইন্তেকাল

47

বাংলাদেশ খেলাফত মজলিস-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি জননেতা মাওলানা বদিউজ্জামান গতকাল ৮ আগষ্ট বুধবার রাত ৮টায় তার গ্রামের বাড়ি জগন্নাথপুরের কাতিয়া গ্রামে ইন্তেকাল করেন। (ইন্না…রাজিউন)।
উল্লেখ্য, মাওলানা বদিউজ্জামান ছাত্র অবস্থায় ইসলামী আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন। পরে বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। এদিকে মাওলানা বদিউজ্জামানের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমীরে মজলিস প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আলহাজ¦ মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা মুছা মোল্লা, সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা নূর উদ্দিন আহমদ, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ, নির্বাহী সভাপতি মাষ্টার আনোয়ার আলী, মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা এমরান আলম, সিলেট জেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সৈয়দ মাওলানা শাহিদ আহমদ, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা বদর উদ্দিন আহমদ শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা বদিউজ্জামানের ইন্তেকালে দেশ একজন ইসলামিক চিন্তাবিদ ভালো সংগঠক ও দেশপ্রেমিককে হারালো। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মাওলানা বদিউজ্জামান ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ-৩) আসনে নির্বাচনে অংশগ্রহণ করেন। মরহুমের জানাযা আজ বৃহস্পতিবার ৯ আগষ্ট বেলা ২ টা ৩০ মিনিটের সময় মরহুমের গ্রামের বাড়ি জগন্নাথপুরের কাতিয়া গ্রামে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি