বিছনাকান্দিতে ইকোপার্ক স্থাপনের লক্ষ্যে প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচী

58

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
দেশের অন্যতম পর্যটন কেন্দ্র বিছনাকান্দিতে ইকোপার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে সিলেট বিভাগীয় প্রশাসন। বিছনাকান্দি পর্যটন কেন্দ্রের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণের লক্ষে ৩৪.৫৯ একর ভূমিতে ওই ইকোপার্কটি স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছন। বুধবার গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন। প্রস্তাবিত ইকোপার্কটিতে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার উন্নত মানের গাছের চারা রোপণ করা হবে বলে ইউএনও বিশ্বজিত কুমার পাল জানান।
ইউএনও বিশ্বজিত কুমার পাল বলেন, পর্যটন কেন্দ্র বিছনাকান্দির সৌর্ন্দয্য বৃদ্ধি এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষে সিলেট বিভাগীয় প্রশাসন ইকোপার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছেন সিলেট বিভাগীয় প্রশাসন। বিছনাকান্দিতে ভ্রমণে আসা পর্যটকদের বিভিন্ন সুযোগ ও সুবিধার জন্য এ ইকোপার্কটিতে আলাদা উদ্যোগ নেয়া হবে। সিলেট বিভাগীয় প্রশাসনের এ উদ্যোগকে বাস্তবায়নের লক্ষ্যে ইকোপার্কের জন্য নির্ধারিত স্থানে গতকাল ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে। পর্যায়ক্রমে এখানে বিভিন্ন প্রজাতির ১০ হাজার গাছের চারা রোপণ করা হবে বলে তিনি জানান।