ছাতকে অবৈধ পথে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

33

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে পল্লী বিদ্যুতের মিটার ছাড়া ৮টি ব্যবসায়ি প্রতিষ্ঠানে অবৈধ পথে বিদ্যুৎ সংযোগ দেয়ার অভিযোগ উঠেছে। মার্কেটের তত্ত্বাবধায়কের মাধ্যমে দীর্ঘদিন ধরে ৮টি দোকানে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দেয়ার ফলে কোম্পানীটি আর্থিক ভাবে ক্ষতির সম্মুখিন হচ্ছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দগঞ্জের রহমতুননেছা শপিং কমপ্লেক্সে। পল্লীবিদ্যুৎ গোবিন্দগঞ্জ জোনাল অফিস সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জের রহমতুননেছা শপিং কমপ্লেক্সটি স্থানীয় আশরাফুর রহমান চৌধুরির। এ মার্কেটে দীর্ঘদিন ধরে চোরাই পথে অবৈধভাবে মেইন লাইন থেকে মার্কেটের ছাদে সংযোগ দিয়ে ৮টি দোকানে বিদ্যুৎ সংযোগ দিয়া পরিচালিত হয়ে আসছিল। প্রতি মাসের বিলের টাকার ব্যবধানে তাদের সন্দেহ হলে অফিসের ইঞ্জিনিয়ার আবদুল খালেককে চেক করার জন্য সেখানে পাঠানো হয়। এক পর্যায়ে ছাদের উপর ধরা পড়ে অবৈধ বিদ্যুৎ লাইনের বিদ্যুৎ সংযোগ। তিনি তখন মোবাইল ফোনে আলামত সংগ্রহ করে লাইনটি বিচ্ছিন্ন করে দেন। ২৪ জুলাই এ ঘটনার প্রায় ১৪দিন অতিবাহিত হলেও অজ্ঞাত কারণে কোন জরিমানা আদায় করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক (ডিজিএম) একেএম জাহিদুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মার্কেটের কর্তৃপক্ষের কাছে জরিমানার পত্র পাঠানো হবে।