ট্রাফিক সপ্তাহের তৃতীয় দিনে ॥ নগরীতে ১৩৩টি গাড়ির বিরুদ্ধে মামলা

32

স্টাফ রিপোর্টার :
সারাদেশের সাথে সিলেটে চলমান ট্রাফিক সপ্তাহের তৃতীয় দিনে ১৩৩টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বেলা ১ টা পর্যন্ত এ মামলাগুলো দায়ের করা হয়। এছাড়া বিভিন্ন অভিযোগে মোট ১৫টি গাড়িও আটক করা হয়। বিষয়টি মহানগর পুলিশের ডিসি (ট্রাফিক) তোফায়েল আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, চলমান ট্রাফিক সপ্তাহে নগরীর প্রায় সবক’টি পয়েন্টে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ কাজে রোভার স্কাউটের সদস্যরা সহযোগিতা করছেন। গত রবিবার থেকে ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। এর আগে রবিবার শুরুর দিন থেকে মঙ্গলবার বেলা ১ টা পর্যন্ত নগরীর বিভিন্ন মোড়ে মোট ৮৪৩টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে মঙ্গলবার ১৩৩টি। ৭টি মোটরসাইকেলসহ মোট ১৫টি যান আটক করা হয়েছে।