গয়না পরে ৩৮তম বিসিএস লিখিত পরীক্ষায় বসা নিষিদ্ধ

33

কাজিরবাজার ডেস্ক :
আজ বুধবার (৮ আগষ্ট) থেকে শুরু হতে যাওয়া ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় গয়না জাতীয় কিছু পরে পরীক্ষার হলে বসা নিষিদ্ধ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষার হলে পরীক্ষার্থীদের কান খোলা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ আগষ্ট) পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
পিএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, গোয়েন্দা সংস্থার এক সুপারিশের আলোকে নিষিদ্ধের তালিকায় এবার যুক্ত হয়েছে গয়না বা অলঙ্কার।
এদিকে পিএসসি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল, ঘড়ি, ব্যাগ, ক্যালকুলেটর,সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্রেডিট কার্ড, ব্যাংক কার্ড নিয়ে কেউ পরীক্ষার হলে আসতে পারবে না। এই নিষেধাজ্ঞা অমান্য করলে তা হবে শাস্তিযোগ্য অপরাধ। বলা হয়েছে,এসব সামগ্রী কোনও পরীক্ষার্থীর কাছে পাওয়া গেলে বিধিমালা অনুযায়ী প্রার্থিতা বাতিলসহ পিএসসি’র সকল পরীক্ষায় তাকে অযোগ্য ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রত্যেক প্রার্থী কানে কোনও রকম আবরণ রাখতে পারবে না। কান খোলা রাখতে হবে। কোনও রকম গহনা বা অলঙ্কার জাতীয় কিছু ব্যবহার করা যাবে না।
জানতে চাইলে পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক আ. ই. ম. নেছার উদ্দিন বলেন, ‘গোয়েন্দা সংস্থার কাছ থেকে আমরা গয়না বা অলঙ্কারকে নিষিদ্ধ করার সুপারিশ পেয়েছি। গয়না-অলঙ্কার বা অলঙ্কার সদৃশ কিছু ব্যবহার করেও নানা রকম অসদুপায় অবলম্বন করতে দেখা গেছে পরীক্ষার্থীদের। এ কারণেই এটা নিষিদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, দেশের ৮টি বিভাগে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলবে ১৩ আগষ্ট পর্যন্ত। ৮ আগষ্ট ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে এ পরীক্ষার সূচনা হবে।