কমলগঞ্জে গাড়ির কাগজপত্র পরীক্ষায় পুলিশ ও বিএনসিসি সদস্যরা

29

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিত করতে কমলগঞ্জ থানা পুলিশ কতৃর্ক পরিচালিত চেকপোষ্টে গাড়ির কাগজপত্র পরীক্ষা করেছে বিএনসিসি সদস্যরা। রবিবার সকাল থেকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই চেকপোষ্ট বসে সব ধরণের যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে তারা।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক কৃষ্ণমোহন দেবনাথ জানান, রবিবার বিএনসিসি সদস্যদের সহযোগিতায় কমলগঞ্জ থানা পুলিশ ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রবিবার দিনভর অর্ধশতাধিক মোটর সাইকেল, সিএনজি অটোরিক্সাসহ যানবাহন আটক করে। এর মধ্যে গাড়ির প্রয়োজনীয় না থাকায় ১১টি যানবাহন এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বাকি গাড়িগুলোর বৈধ কাগজপত্র নিয়ে আসার পর ছেড়ে দেয়া হয়।